বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে খুলনা থেকে বিএনপির প্রায় দশ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে অনেকেই পৌঁছে গেছেন। আর দলগতভাবে আগামীকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় খুলনা থেকে একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা রওনা হবেন বলে দলীয় দলীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে বহু নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে আমাদের একটি বিশেষ ট্রেন ছাড়বে। দলগতভাবে এই বিশেষ ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। খুলনা এবং দৌলতপুর স্টেশন থেকে ট্রেনটি নেতাকর্মীদের তুলে নেবে বলেও জানান তিনি।




Comments