Image description

জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দাবি করেছে ভারত। দেশটির সরকারের বছর শেষের অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে জার্মানিকেও ছাড়িয়ে যাওয়ার আশা নীতিনির্ধারকদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৪ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; যা যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পর চতুর্থ বৃহত্তম। তবে এই অবস্থান চূড়ান্তভাবে নিশ্চিত হবে ২০২৬ সালে, যখন বার্ষিক জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৩ বছরের মধ্যেই ভারত জার্মানিকেও পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হতে পারে। ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি ৭ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনফরমেশন ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে।

এক পর্যালোচনায় দাবি করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা প্রথম প্রান্তিকের ৭ দশমিক ৮ শতাংশ এবং আগের অর্থবছরের শেষ প্রান্তিকের ৭ দশমিক ৪ শতাংশের তুলনায় বেশি। বিশ্বব্যাপী বাণিজ্য ও নীতিগত অনিশ্চয়তার মধ্যেও দেশের অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

ভারতের রপ্তানি খাতেও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের জানুয়ারিতে যেখানে পণ্য রপ্তানি ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১৩ বিলিয়ন ডলারে। প্রকৌশল পণ্য, ইলেকট্রনিকস, ওষুধ ও পেট্রোলিয়ামজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিই এর প্রধান কারণ।