Image description

যুক্তরাষ্ট্রের আসন্ন হামলার মুখে ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি’ গ্রহণ করেছে বলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে। দেশে যেকোনও ধরনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন।

বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার সরদার মুসাভি বলেছেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘‌‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে’’ রয়েছে এবং যেকোনও আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত।

তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে গত জুনের ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ক্ষেপণাস্ত্রের মজুত বৃদ্ধি করা হয়েছে। ওই সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা মেরামত করা হয়েছে। ফলে আমাদের বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

এদিকে, ইরানে হামলা চালানো হলে শত্রুপক্ষের জন্য ‘অনেক চমক’ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি জোরালো করেছেন। তার এমন হুমকির পর ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ ওই মন্তব্য করেছেন।

ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকে আজিজ নাসিরজাদেহ বলেন, এই হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে আমরা পূর্ণ শক্তি নিয়ে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশকে রক্ষা করব। আমাদের প্রতিরোধ তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক।