Image description

ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা পরিচালনার জন্য তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সরাসরি তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের অংশ হবে না। রিয়াদ স্পষ্ট করেছে, ওয়াশিংটন তেহরানের ওপর হামলার হুমকি দিলেও সৌদি আরবের মাটি বা আকাশপথ কোনোভাবেই সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

মূলত ইরানের পাল্টা হামলার হুমকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতেই রিয়াদের এই অবস্থান বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে জোরালো পাল্টা আঘাত হানা হবে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দূতাবাস। বিশেষ করে সামরিক স্থাপনাগুলোর আশেপাশে চলাচলের ক্ষেত্রে তাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রয়টার্স ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ইরানের মুদ্রার দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রাজনৈতিক রূপ নিয়েছে, যা দেশটির বর্তমান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বশক্তির দেশগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করছে।