সারাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)-এর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও সংগঠনটির নিষেধাজ্ঞার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর দেশপ্রেমী শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের হয়ে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে এসে তারা সমাবেশ করে এবং ইসকনবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
মিছিলে শিক্ষার্থীরা- 'ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী', 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', প্রভৃতি স্লোগান দেয়।
দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, "৫ই আগস্ট হতে আজ পর্যন্ত ইসকন তথা ভারত ও আওয়ামী লীগের বি-টিম কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চলমান উস্কানি, হত্যা, ধর্ষণ সহ নানা সাম্প্রদায়িক, দেশদ্রোহী ও গণবিরোধী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে। সম্প্রতি মাওলানা মহিবুল্লাহ মাদানি ইসকনের দ্বারা গুম, নির্যাতন ও হুমকির শিকার। এই ঘটনার পর আমাদের গণদাবি ইসকনকে এ দেশে নিষিদ্ধ করা হোক এবং তাদের আস্তানাগুলোতে চিরুনি অভিযান করা হোক যেন আমরা আর অস্ত্রের ঝনঝনানিতে অ্যাডভোকেট আলিফের মতো কাউকে না হারাই, যেন মাওলানা মহিবুল্লাহর মতো কেউ আর গুম-নির্যাতনের শিকার না হয়।"
সমাবেশে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, ইংরেজি বিভাগের রাকিন খান ও অন্যান্যরা।




Comments