Image description

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের পদত্যাগ প্রসঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি এনসিপির সঙ্গেই আছি৷ সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকবো।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি এনসিপির সাথেই আছি। একই সঙ্গে তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য মিডিয়াকে অনুরোধ জানান।

তথ্য উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সুস্পষ্ট কাঠামো ও নীতিমালা প্রণয়ন করতে হবে। অনুসন্ধানের নামে ভুল টার্গেটে আঘাত করে কেউ কেউ সংবাদমাধ্যমে অস্থিরতা তৈরি করছে। নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থে পরিচালিত কিছু মিডিয়া সুষ্ঠু ধারার সাংবাদিকতায় বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।