সিলেটের জৈন্তাপুরে সারি নদে চোরাবালিতে তলিয়ে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো. মুসআব আমীন (২৮) শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী। তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমানের ছেলে। মুসআব শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জৈন্তাপুরের সারি নদে আজ (শুক্রবার) সকালের দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মুসআব। দুপুরের দিকে সারি নদের সাহেবমারা এলাকায় বন্ধুদের সঙ্গে নদের পানিতে গোসলে নেমেছিলেন তিনি। এ সময় নদের পানির নিচে চোরাবালিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিলেন না।
খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে তার নিথর দেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। আমরা ময়নাতদন্ত করার জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।




Comments