Image description

এত দিন যারা ‘ধর্মকে পুঁজি করে ব্যবসা করেছে’, তারাই এখন নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

তিনি বলেছেন, “একটি দল এত দিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় এখন তারা জান্নাতে যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে।”

শুক্রবার বিকালে মাদারীপুর সদর উপজেলার মনটারপুল এলাকায় মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ সংসদীয় আসনের যৌথ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মাদারীপুর-৩ আসন থেকে ধানের শীষে নির্বাচন করছেন।

খোকন তালুকদার বলেন, “যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে- আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

“বাংলাদেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রই মানুষের মূল চাওয়া।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জি।