নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে মালয়েশিয়াকে ১৯২ রানের বড় লক্ষ্য দিয়েছে জ্যোতি-নাহিদারা।
বুধবার (২৪ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার এবং মুর্শিদা আক্তার। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫১ রান তুলতে পারে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি দিলারা।
২০ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন টাইগ্রেস ওপেনার দিলারা। এরপর অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন মুর্শিদা খাতুন। ৪৫ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তবে সেঞ্চুরির খুব কাছে থেকে ফিরতে হয়েছে তাকে। ৫৯ বলে ৮০ রান করে ক্যাচ আউট হন তিনি।
শেষ দিকে রুমানা আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ফিফটি তুলে নেন এই টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রুমানার ৬ রান এবং জ্যোতির ৩৭ বলের অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে দুই উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য তাড়ায় এখন ব্যাট করছে মালয়েশিয়া। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মালয়েশিয়ার সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments