Image description

বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, এর মধ্যেই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ শিবিরে। অব্যবস্থাপনা, বকেয়া পারিশ্রমিক এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদলের নাটকের রেশ না কাটতেই দুপুরে আলোচনায় আসে নোয়াখালী এক্সপ্রেস। জানা যায়, অনুশীলনে অব্যবস্থাপনা দেখে ক্ষোভে মাঠ ছেড়ে সিএনজিতে করে হোটেলে ফেরেন এই দুই কোচ। এরপর তারা ব্যাগ গুছিয়ে ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিটও কেটে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করে বোলিং কোচ তালহা জুবায়ের বলেন, ‘আমরা কোচ হওয়া সত্ত্বেও কোনো কিছুর দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। সুজন ভাইও কিছু জানেন না। অনুশীলনের জন্য বল বা রাবারের স্ট্যাম্প—কিছুই নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই, কিন্তু গত দুই দিন ধরে কোনো কাজ করতে পারছি না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাকায় যখন ছিলাম, অনুশীলন থাকত ১১টায়, কিন্তু বল আসত দুপুর ১টায়। এখানেও অনুশীলনে এসে দেখি মাত্র তিনটি বল আনা হয়েছে, আর কোনো সরঞ্জাম নেই। মনে হচ্ছে আমরা বল চুরি করব, তাই বুঝিয়ে দেওয়া হচ্ছে না।’

আর্থিক বিষয় নিয়ে অভিযোগ করে তালহা বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, এমনকি ডে-এলাউন্সও দেওয়া হয়নি। সম্মানহানি করে কাজ করার কোনো মানে হয় না। তাই আমি ও সুজন ভাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ফ্লাইটের টিকিটও করেছি।’

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনেই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের।