দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে নিজ মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তেজস্বী ভাষণে সাধারণ মানুষের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বিনোদন জগতের তারকারাও। তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে এক বিশাল জনসমুদ্র পাড়ি দিয়ে বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে উপস্থিত লাখো জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি মানুষের বাক-স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমানের সেই ভাষণ সরাসরি শুনে বা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “তারেক রহমানের ‘আজ এ দেশের মানুষ চায়...’ কথাটি যখন শুনলাম, তা একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! সবার জীবনে শান্তি নেমে আসুক, আর কিছু চাওয়ার নেই।”
উল্লেখ্য, তারেক রহমান তাঁর ভাষণে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিকে সমান্তরালভাবে তুলে ধরেন। তাঁর এই বক্তব্যে সাধারণ মানুষের নাগরিক অধিকারের দাবি জোরালোভাবে ফুটে ওঠে, যা পরীমণিসহ অনেককেই আবেগপ্রবণ করে তুলেছে।
দীর্ঘ দেড় দশক পর তারেক রহমানের এই ফিরে আসাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি শোবিজ তারকাদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।




Comments