পাবনার আটঘরিয়ায় জাপানবাড়ি চারকোল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জাপানবাড়ি এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক রইচউদ্দিন খান ও ম্যানেজার আব্দুর রহিম সরদার জানান, শ্রমিকরা পাটখড়ি (শোলা) পোড়ানোর সময় চুল্লির আগুনের ফুলকি উড়ে গিয়ে পাশে থাকা পাটখড়ির গাদায় পড়লে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি চারকোল কারখানাটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একদন্ত ইউনিয়নের নয়নগর ও বেলদহ জাপানবাড়িসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের অভিযোগ, পাটখড়ি পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, ধোঁয়া ও ছাইয়ের কারণে ঠিকমতো বসবাস করা যাচ্ছে না। ভাত খাওয়া থেকে শুরু করে কাপড়চোপড়—সবকিছুতে ছাই পড়ে নষ্ট হয়ে যায়। এছাড়া ধোঁয়ার কারণে অনেকের শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এমনকি ফসলি জমিতে ছাই পড়ার কারণে ফসলও নষ্ট হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে বিষয়টি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।




Comments