Image description

নেত্রকোনার মোহনগঞ্জে অনলাইনে ১৩টি ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামের এক কম্পিউটার দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার বিরুদ্ধে জালিয়াতির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাওন উপজেলার টেংগাপাড়া গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা গেট সংলগ্ন ‘এম এফ আইটি সলিউশন’ নামের একটি কম্পিউটার দোকানের মালিক।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজোর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে জন্মনিবন্ধনের কাজ করেন। ঝর্ণা অসুস্থ থাকায় গত ২৩ ডিসেম্বর তার ইউজার আইডি ব্যবহার করে শাওন অবৈধভাবে ১৩ জনের নামে ভুয়া জন্মনিবন্ধন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এর নজরে এলে তিনি তদন্ত করে সত্যতা পান। পরে বুধবার (২৪ ডিসেম্বর) শাওনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশ শাওনের দোকান থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি নোটবুক ও ১টি মোবাইল ফোন জব্দ করে।

এ ঘটনায় বুধবার রাতে গাগলাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রাজিব মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ইউএনও মহোদয় জালিয়াতির অভিযোগে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় ইউপি সচিবের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।