Image description

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জেতে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতে ফিরে যান তানজিদ তামিম ও নাজমুল শান্ত। দলের ৫৩ রানে ফেরেন ভরসা দেওয়া সাইফ হাসান। সেখান থেকে ১০১ রানের জুটি দেন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। পরেই ব্যাটিং ব্যর্থতায় সাত বলতে থাকতে ২১১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ তামিম ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। ওমরজাইয়ের বলে ক্যাচ দেন নাজমুল শান্তও (২)। অভিষিক্ত সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করে সীমানায় ক্যাচ দিয়ে সাজঘরের পথে ধরেন।

চারে নামা হৃদয় ৮৫ বল খেলে ভুল বুঝাবুঝিতে ৫৬ রান করে আউট হন। পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিরাজ। তার ব্যাট থেকে ৮৭ বলে ৬০ রানের ইনিংস আসে। তিনি একটি করে চার ও ছক্কা মারেন। পরে জাকের আলী ১৬ বলে ১০ রান করে কাটা পড়েছেন।

বাংলাদেশের ইনিংসে প্রথম দুই ধাক্কা দেন আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই। তামিম ও শান্তকে তুলে নেন তিনি। পরে লোয়ারের তানজিম সাকিবকে তুলে নেন তিনি। আর ইনিংসের কোমর ভেঙে দেন লেগ স্পিনার রশিদ খান। তার একই লেন্থের গুগলি পড়তে না পেরে একইভাবে লেগ বিফোর হন মিরাজ, জাকের ও সোহান। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর তুলে শেষ দিনের দুই উইকেট।