Image description

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।  প্রথমে ব্যাট করে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে উইন্ডিজ মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর রিশাদ হোসেনের জোড়া আঘাতে ১৯তম ওভারে ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামে ৮২ রানে ৮ উইকেট হারানোর মাধ্যমে। রিশাদ হোসেন গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন। এটি ছিল চলতি সিরিজে রিশাদের ১২তম উইকেট, যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির ১০ উইকেট শিকারের পূর্বের রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।

আকিল হোসেনের ২৭ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের জয় ছিল অনিবার্য। এই দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল।