
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তের ইতি টানল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। ‘ক্লোজার রিপোর্ট’-এ সিবিআই সুশান্তের বান্ধবী অভিনেতা রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট বা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
ভারতের নিউজ পোর্টাল দ্য ওয়াল সূত্রে জানা গেছে, সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে- রিয়া চক্রবর্তী অবৈধভাবে সুশান্ত সিং রাজপুতকে আটকে রাখা, ভয় দেখানো এবং আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এমন কোনো প্রমাণ মেলেনি।
যদিও সুশান্তের পরিবার সিবিআইয়ের এই রিপোর্টে খুশি নয়। প্রয়াত অভিনেতার পরিবারের বক্তব্য, সিবিআই অসম্পূর্ণ তথ্য পেশ করেছে এবং এটা সম্পূর্ণ একটি দৃষ্টি ঘুরিয়ে দেওয়া রিপোর্ট।
সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে আরও বলা হয়, সুশান্ত সিং রাজপুত নাকি রিয়াকে ‘ফ্যামিলি’ বলে উল্লেখ করতেন। ৩৪ বছরের রাজপুত সেই আমলে টিভি ও বলিউডে কিছু অভিনয়ের মাধ্যমে সম্ভাবনাময় তালিকায় উঠে এসেছিলেন। পবিত্র রিস্তা, ঝলক দিখলা জা, কেদারনাথ ও ছিন্চোরের মতো ছবিতে অভিনয় করেছিলেন। প্রসঙ্গত, গত ২০২০ সালের ১৪ জুন তাকে বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
Comments