বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এম নাজমুল ইসলাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও ক্রিকেটারদের দাবি অনুযায়ী তার পদত্যাগ না হওয়া পর্যন্ত বোর্ডের প্রতি অসন্তোষ কাটেনি। এর ফলে বিপিএল ২০২৬ এর ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচও স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এ চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পার হলেও কোনো ক্রিকেটার মাঠে উপস্থিত হননি।
দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়্যারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যে হওয়ার কথা থাকলেও বিতর্কিত মন্তব্য ও নাজমুলের পদত্যাগ দাবিতে ক্রিকেটাররা এই ম্যাচও বয়কট করেছেন।
জানা গেছে, রাত ৮টায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। বৈঠকে উপস্থিত থাকবেন চলতি বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি। বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments