
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে দু'ধাপে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হবে। প্রথম ধাপে, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং দ্বিতীয় ধাপে, ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।
তবে এই সুবিধা প্রাপ্তির জন্য নিম্নলিখিত ৬টি শর্ত পালন করতে হবে:
১. বর্ধিত এই সুবিধা পরবর্তী বেতনস্কেলে সমন্বয় করা হবে।
২. এমপিওভুক্তির জন্য নির্ধারিত সকল নীতিমালা ও প্রজ্ঞাপন অনুসরণ করে নিয়োগের শর্তাদি পালন করতে হবে।
৩. বর্ধিত বাড়িভাতা প্রদানের ক্ষেত্রে শিক্ষক/কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না।
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৫. ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবেন।
৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে এর চারটি কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, বিগত ১৬ অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা হতে ২৬০ নম্বর স্মারকে জারিকৃত পূর্বের পত্রটি বাতিল করা হয়েছে।
Comments