
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীতে নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার বাতিল, 'না ভোট' পুনর্বহাল এবং পলাতক আসামিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়াও, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।
ড. আসিফ নজরুল আরপিও সংশোধনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে বলেন, "আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো- ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি 'না ভোট' পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।"
তিনি আরও ব্যাখ্যা করেন, "২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, 'না ভোট' দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।"
প্রার্থীদের আয় ও সম্পত্তির বিবরণ: নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।
Comments