Image description

সরকার কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। 

এই ঘোষণার পর গত কয়েকদিন ধরে বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই 'আন্তর্জাতিক' ঘোষণার ওপর এই স্থগিতাদেশ এলো।