প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে জেলবন্দি আসামি এবং প্রবাসীরা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দিতে পারবেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, "আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন তারাও এ দেশের নাগরিক। তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এছাড়া প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেশ কোনদিকে যাবে, তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।"
নিজের পদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, "এটাকে (সিইসির পদ) আমি ব্যক্তিগতভাবে রুটিন দায়িত্ব হিসেবে নিইনি, চাকরি হিসেবে নিইনি। এটাকে আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।"
আনসার সদস্যদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, "নির্বাচনে বিশাল ভূমিকা থাকবে আনসার সদস্যদের। সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। এর বাইরে গিয়ে কাজ করতে হবে। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।"




Comments