Image description

সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৫ জনের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া, এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং রাজশাহী বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ২৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের চিত্র:

ঢাকা বিভাগে: ২৬৬ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১৪৫ জন

বরিশাল বিভাগে: ১৩২ জন

চট্টগ্রাম বিভাগে: ৯৮ জন

রাজশাহী বিভাগে: ৭০ জন

ময়মনসিংহ বিভাগে: ৬৫ জন

খুলনা বিভাগে: ৫৯ জন

রংপুর বিভাগে: ১৯ জন

সিলেট বিভাগে: ৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ২৮৮ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।