আগামীকাল রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষকেরা।
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আন্দোলন করছেন। এর অংশ হিসেবে বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় শিক্ষকদের।
এ সময় প্রায় ১২০ জনের মতো শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষকেরা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ হামলা করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘শিক্ষকদের সাথে আগেই কথা হয়েছিল নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবেন না তারা। তাদের মধ্যে অতি উৎসাহীরা বেরিকেড ভাঙ্গতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে যায়।’
এদিকে আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই।’




Comments