Image description

ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই কার্যক্রম চলবে। এ সময় এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে।

সাধারণত আবাসিক বা হাসপাতাল এলাকায় সামরিক হেলিকপ্টারের ওড়াউড়ি মানুষের মনে কৌতূহল বা আতঙ্কের সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি নিয়ে যাতে কেউ ভুল তথ্য না ছড়ায়, সে বিষয়ে সতর্ক করেছে সরকার। 

বিজ্ঞপ্তিতে এ নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।