ত্রয়োদশ নির্বাচন: সশস্ত্র বাহিনীকে ‘ঐতিহাসিক ভূমিকা’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর, যা নিয়ে জাতি গর্ববোধ করবে। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
আসন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, দেশের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান প্রশংসনীয়। তিনি কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ও নীতি নির্ধারণে ভূমিকা রাখার আহ্বান জানান।
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ‘এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।’




Comments