শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, সরে দাঁড়ালেন পান্না
মানবতাবিরোধী অপরাধের (গুম ও নির্যাতন) দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জেড আই খান পান্না। তার স্থলাভিষিক্ত হিসেবে আইনজীবী মো. আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে নিয়োগ দিলেও তিনি পরবর্তীতে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করেন। বুধবার আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব পালন করতে পারছেন না। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে অব্যাহতি দিয়ে মো. আমির হোসেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
গত ৮ অক্টোবর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর জেরে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। এছাড়া ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক কারাগার ঘোষণা করে গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদের সেখানে রাখা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক কর্মকর্তা।




Comments