Image description

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ১০ সেনা কর্মকর্তার ভার্চ্যুয়াল হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আদালত সাফ জানিয়ে দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ীই তাদের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন সকাল সোয়া ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে অভিযুক্ত ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ভার্চ্যুয়াল হাজিরার আবেদন করা সেনা কর্মকর্তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (ওএসডি); লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং মো. সারওয়ার বিন কাশেম।

একই মামলায় টিএফআই সেলে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ৭ জন পলাতক।

এছাড়া, রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের মামলায় ১৩ আসামির বিরুদ্ধে রবিবার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।