Image description

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বাঁশখালী জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম ও মো. ফোরকান মিয়াসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘হাতি বনের প্রাণী, তারা আপনাদের মেহমান। তারা লোকালয়ে এসে ফসল খেলেও তাদের ওপর হামলা বা কোনো ক্ষতি করা যাবে না। জানমালের ক্ষতি হলে সরকার তার ক্ষতিপূরণ দেবে। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১১ জনের মাঝে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ শেষে বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিধিমালা সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।