Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) যদি কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ করে, তবে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন ইসির কাছ থেকে ‘শাপলা কলি’ প্রতীকে দলীয় নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে এনসিপি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিগত সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনও নির্বাচন কমিশনে রয়ে গেছেন। আমাদের কাছে এর প্রমাণও আছে, যা আমরা কমিশনকে দিচ্ছি যেন তারা সতর্ক হয় এবং ব্যবস্থা নেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না নির্বাচনের চলমান যাত্রা ব্যাহত হোক। তবে আমরা লক্ষ্য করছি, কমিশন বিভিন্ন সময় পক্ষপাতমূলক আচরণ করছে। ভবিষ্যতে এমনটি চলতে থাকলে আমরা কমিশনের ওপর পূর্ণ অনাস্থা প্রকাশ করতে বাধ্য হব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’