মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুল-সংলগ্ন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান জানান, সকালে রান্নাঘরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে টিনের চৌচালা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, আগুনে দুটি বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হতে পারে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।




Comments