Image description

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। বুধবার সকালে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর নতুন কর্মসূচি ঘোষণা করে সরে যান তারা।

বিক্ষোভ শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির বিষয়ে কালক্ষেপণ করা হচ্ছে। এই অচলাবস্থা নিরসনে তারা কর্তৃপক্ষকে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

শিক্ষার্থী আব্দুর রহমান জানান, এই সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষা ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু হবে।

এর আগে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার নীতিগত সিদ্ধান্ত জানালেও, দৃশ্যমান অগ্রগতি না দেখে শিক্ষার্থীরা বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।