তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা দিলে বা অসহযোগিতা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির প্রস্তাব ইতোমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমনকি পে-কমিশনের প্রতিবেদনের পরপরই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় অভিযোগ করেছে, সরকারের এসব উদ্যোগের পরও কতিপয় শিক্ষক সংগঠন পরীক্ষা বর্জন করছে এবং কোথাও কোথাও দায়িত্ব পালন করতে চাওয়া শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে এমন কর্মসূচি সরকারি কর্মচারী আচরণবিধি ও ফৌজদারি অপরাধের শামিল। তাই যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।




Comments