Image description

জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে আগাম গুঞ্জন বা বিভ্রান্তি না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তফশিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সুনির্দিষ্ট তথ্যের আগে কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তবে তা একান্তই তার ব্যক্তিগত অনুমান।” বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী ১১ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে এবং ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণ হতে পারে। তবে সচিবের বক্তব্যে এখনই কোনো দিনক্ষণ নিশ্চিত না করার ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের তফশিল ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসবে কমিশন। এছাড়া তফশিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে ইসি। বঙ্গভবন থেকে সাড়া দিয়ে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতের পরই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।