মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এভিয়েশন এক্সপ্রেস নামের একটি সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, এই অ্যাম্বুলেন্সে করেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে।
বেবিচকের সেই কর্মকর্তা জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সটির আবেদন প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। তাদের সবুজ সংকেত পেলে অ্যাম্বুলেন্সটিকে ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হবে। অনুমোদন পেলে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী বুধবার খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে।
বেবিচকের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, কাতার সরকার খালেদা জিয়াকে বহনের জন্য জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।
এভিয়েশন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এই উড়োজাহাজটি দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইট হিসেবে ব্যবহার করা হয়। উড়োজাহাজটির শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকা-লন্ডন রুটে চলার জন্য বেশ উপযোগী।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কারিগরি ত্রুটির জন্য সেটি আসতে পারেনি। অন্যদিকে, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সভা করে এই সিদ্ধান্ত নেয় যে ওই মুহূর্তে তাকে ফ্লাই করানো সঠিক হবে না। এজন্যই বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে। শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে নেওয়া যাবে।’




Comments