Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে সংগঠনটির সমর্থকরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি করেছে।

রোববার বিকেল পৌনে তিনটার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে এই অবরোধ শুরু হয়। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহাসড়ক অবরোধ পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসিবুর রহমান জানান, অবরোধের কারণে উত্তরবঙ্গের ১৭টি রুটের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের ফলে টঙ্গী কলেজ গেট থেকে উত্তরে প্রায় ৫ কিলোমিটার জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত এবং দক্ষিণ দিকে উত্তরার বিএনএস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে গণপরিবহনের যাত্রীদের অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও অবরোধ সরাতে কোনো সুরাহা হয়নি। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাদি হত্যার দ্রুত বিচার এবং এর নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।