কুষ্টিয়ায় গত দুই দিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হাসিম আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় বিজিবির নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৩ বোতল ভারতীয় মদসহ মো. হাসিম আলীকে আটক করে বিজিবির টহল দল। আটক হাসিম আলী রাজশাহী জেলার দামকুড়া থানার শীতলাই গ্রামের মো. আ. আজিজের ছেলে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা।
একই দিন দুপুর ১২টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে পশ্চিম ধর্মদাহ বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। সে সময় বাঁশঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ এবং ৬০০ পিস সিলডিনাফিল (যৌন উত্তেজক) ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গত দুদিনের অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।
আটক আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।




Comments