বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বুধবার দুপুরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়িটি সেখানে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হয়েছেন অগণিত মানুষ।
এদিন দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়।
সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।




Comments