আশিয়ান মেডিকেল কলেজে সেমিনার: সঠিক চিকিৎসা না নিলে জটিল রূপ নিতে পারে ফ্যাটি লিভার
রাজধানীর খিলক্ষেত বরুয়ায় অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের হলরূমে ফ্যাটি লিভার বিষয়ক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয়, ভবিষ্যৎ ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে উঠে আসে আলোচকদের মুখে।
তারা বলেন, ফ্যাটি লিভার একটি সাধারণ, কিন্তু বর্তমান জীবনধারার পরিবর্তন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তার কারণে এটি নীরব স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। সময়মতো সচেতনতা ও সঠিক চিকিৎসা গ্রহণ না করলে এটি লিভার সিরোসিসসহ জটিল রোগে রূপ নিতে পারে। বিশেষভাবে লাইফস্টাইল, মডিফিকেশন, নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি ও জাঙ্ক ফুড পরিহারের ওপর গুর’ত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি তারা রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ের স্কিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিয়ান এডুকেশন লিমিডেটের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার শফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, আশিয়ান মেডিকেল হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আবুল ফজল, আশিয়ান মেডিকেল হাসপাতালের উপদেষ্টা ও প্রোগ্রাম অর্গানাইজ এবং চেয়ারপার্সন অধ্যাপক ডাক্তার এম মাহমুদল ইসলাম সিনহা প্রমুখ।
এছাড়াও চিফ কনসালটেন্ট, আশিয়ান মেডিকেল হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। আশিয়ান মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জীবনধারা পরিবর্তনজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আলোচনা সভা ও কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
এরআগে আশিয়ান সিটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে পিঠাপ্রেমীদের আনাগোনায় জমে উঠে মেলাপ্রাঙ্গণ। পছন্দের পিঠা কিনতে স্টলগুলোতে ভিড় জমায় নানাশ্রেণির মানুষ।




Comments