
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি’-র সেপ্টেম্বর মাসের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা) গ্র্যান্ড প্রাইজ জিতেছেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার। জয়ী টিকিটের নম্বর ছিল ০৩৫৩৫০, যা তিনি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন।
৪৪ বছর বয়সী হারুন সরদার শারজাহতে বসবাস করেন এবং পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। লাইভ ড্র-এর সময় শো-এর জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা তাকে গোল্ডেন ফোনে কল করে এই সুখবর জানান। বিস্ময়ে স্তম্ভিত হয়ে হারুন শুধু বলতে পেরেছিলেন, “ওকে, ওকে, ঠিক আছে।” এই মুহূর্তে শো-এর দর্শকরা আনন্দে ফেটে পড়েন।
তবে এই বিশাল অঙ্কের পুরস্কার হারুন একা পাবেন না। তিনি ১১ জনের জন্য এই টিকিট কিনেছিলেন, তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হয়ে যাবে। হারুন ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবিতে রয়েছেন। তিনি প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনতেন এবং জেতার স্বপ্ন দেখতেন। এবার তার সেই স্বপ্ন পূরণ হলো।
আরও বাংলাদেশির সাফল্য
হারুন ছাড়াও এই ড্রতে আরও দুই প্রবাসী বাংলাদেশি উল্লেখযোগ্য পুরস্কার জিতেছেন। আলী হুসাইন আলী নামে একজন প্রবাসী বাংলাদেশি ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) জিতেছেন। এছাড়া, আল-আইন শহরে বসবাসকারী জাজরুল ইসলাম ফকির আহমেদ ‘স্পিন দ্য হুইল’ বিভাগে ১.৫ লাখ দিরহাম (প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা) জিতেছেন। তবে তিনিও এই অর্থ ১০ জনের সঙ্গে ভাগাভাগি করবেন।
একই দিনে শারজাহতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। তার বিজয়ী টিকিট নম্বর ছিল ০২২১১৮।
বিগ টিকিট আবুধাবি: স্বপ্ন পূরণের মঞ্চ
বিগ টিকিট আবুধাবি দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য স্বপ্ন পূরণের একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রতি মাসে এই লটারি বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এবারের ড্রতে বাংলাদেশি প্রবাসীদের এই অভূতপূর্ব সাফল্য তাদের পরিশ্রম ও স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের প্রমাণ।
Comments