Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর প্রায় এক লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এই প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন।  নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ইসির প্রথম বৈঠক এটি।

ইসি সচিব জানান, দেড় লাখ পুলিশ মাঠে থাকবে, সেনাবাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য, আনসার থেকে ৫-৬ লাখ সদস্য নিয়োজিত  থাকবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। এরই মধ্যে এ নিয়ে প্রস্ততি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।