
পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথেই ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
কিঞ্চিত যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়ায়; শেষ ওভারের ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
৩০০ বলে ২০৩ রানের টার্গেট তাড়ায় আজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তীরে গিয়ে তরী ডুবায়। শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক। তিনি ৯৮ বলে ৬টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৬ বলে মাত্র ৯ রান করতে গিয়ে বাংলাদেশ হারায় ৪ উইকেট। ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
Comments