
পাকিস্তানি সিনেমার খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনএই বর্ষীয়ান তারকা।
তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গন এবং ভক্ত মহলে। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খলনায়ক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি পেয়েছিলেন তুমুল পরিচিতি। তাকে বলা হতো ললিউডের ‘আইকনিক ভিলেন’।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শাহজাদ ভোলা একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস জনিত সমস্যা ছিল প্রকট। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে গত দুই মাসে। ডায়াবেটিসের জেরে সৃষ্ট জটিলতার কারণে প্রায় দুই মাস আগে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, পা হারানোর পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। সর্বশেষ তিনি তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউরে ভুগছিলেন। এই সম্মিলিত জটিলতাই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল।
শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ভিলেন চরিত্রে সাবলীল অভিনয় তাকে দিয়েছিলো এক ভিন্ন মাত্রা।
Comments