ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিভৎসতায় আঁতকে উঠেছিল সারা বাংলাদেশ। বিষয়টি নজরে এসেছে আন্তর্জাতিক মহলেও। এমন বর্বরোচিত ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
দিপু চন্দ্র দাসের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার ‘ধাড়াক’ অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দিপু চন্দ্র দাস’ শিরোনামে একটি নোট শেয়ার করেন।
নিজের পোস্টে ঘটনাটিকে অমানবিক প্রকাশ্য সহিংসতা উল্লেখ করে জাহ্নবী লেখেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা বর্বরোচিত। এটি একটি হত্যাকাণ্ড এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি তার অমানবিক প্রকাশ্য গণপিটুনি সম্পর্কে না জানেন, তবে এটি সম্পর্কে পড়ুন, ভিডিওগুলো দেখুন, প্রশ্ন তুলুন। এবং এই সবকিছুর পরেও যদি আপনার মনে কোনো ক্ষোভের সৃষ্টি না হয়, তবে ঠিক এই ধরনের ভণ্ডামিই আমাদের অজান্তেই আমাদের ধ্বংস করে দেবে।’
শেষাংশে তিনি আরও লেখেন, ‘সাম্প্রদায়িক বৈষম্য এবং চরমপন্থা যে কোনো রূপেই হোক না কেন-আমরা তার শিকার হই , আমাদের মনুষ্যত্ব ভুলে যাওয়ার আগেই এর প্রতিবাদ করা এবং নিন্দা জানানো প্রয়োজন। আমরা দাবার এমন সব ঘুঁটি যারা বিশ্বাস করি যে আমরা একটি অদৃশ্য রেখার দুই পাশে বাস করছি। এটি উপলব্ধি করুন। এবং নিজেকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করুন যাতে আপনি সেইসব নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারেন যারা এই সাম্প্রদায়িক হানাহানিতে ক্রমাগত প্রাণ হারাচ্ছেন এবং আতঙ্কিত হচ্ছেন।’
১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার এক পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।




Comments