আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার দাকোপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দাকোপ থানা চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “নির্বাচনি এলাকায় কোনো ধরনের ‘মব’ করার সুযোগ দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসপি আরও বলেন, মাদকের বিষয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। এছাড়া দাকোপের বর্তমান মৌসুমে কৃষি জমির ফসল নিয়ে বিরোধ মেটানো, সুন্দরবন কেন্দ্রিক সন্ত্রাসী তৎপরতা বন্ধ, গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নেবে।
আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে তিনি স্থানীয় রাজনৈতিক দল ও সুধী সমাজের সহযোগিতা কামনা করে বলেন, “যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার স্বপ্ন দেখছেন, তারা এখন থেকেই সেই স্বপ্ন দেখা ভুলে যান।”
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবীর সিদ্দিকী শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দীন।
উন্মুক্ত আলোচনায় দাকোপের আইনশৃঙ্খলার বিভিন্ন দিক ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতা অসিত কুমার সাহা, আব্দুল মান্নান খান, শেখ মোজাফফর হোসেন, আল-আমিন সানা, আইয়ুব আলী কাজী, মানস কুমার গোলদার, জামায়াত নেতা মাওলানা আখতারুজ্জামান, জি এম অহিদুজ্জামান, এনসিপি নেতা জি এম নজরুল ইসলাম, সাংবাদিক গাজী আবুল বাশার, শিক্ষক বিভূতি ভূষণ সরকার এবং ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ।
পরিশেষে দাকোপের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন।




Comments