Image description

ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী আবারও ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন। তার নতুন নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ তিন বছর পর রায়হান রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী। সর্বশেষ ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

নতুন সিনেমা ও চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী জানান, গল্প এবং চরিত্র- দুটিই তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। তার ভাষ্য, গল্পে নতুনত্ব আছে এবং অভিনয়ের জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যা তাকে কাজটিতে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘প্রেশার কুকার’ সিনেমাটি তিন নারীর জীবনের ভিন্ন বাস্তবতা, ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক চাপকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে বুবলীর পাশাপাশি অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিন নারীর সমান্তরাল জীবনযুদ্ধই সিনেমার মূল উপজীব্য।

সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও এতে একটি প্রভাবশালী পুরুষ চরিত্র থাকছে, যা নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এই চরিত্রে জাহিদ হাসান কিংবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী কোনো অভিনেতাকে দেখা যেতে পারে। তবে নির্মাতার পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘প্রেশার কুকার’। রায়হান রাফীর নির্মাণশৈলী আর তিন অভিনেত্রীর যুগলবন্দি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।