Image description

শরীয়তপুরের জাজিরায় ভোরে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে এবং সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। নিহত সোহান ওই এলাকারই বাসিন্দা। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল উল্লেখ করে ওসি সালেহ আহমেদ জানান, ভোরে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লণ্ডভণ্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল।