টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রযাত্রার প্রমাণ রেখে লিড সনদে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২৫ সালে এক বছরেই ৩৮টি নতুন লিড সনদপ্রাপ্ত ‘সবুজ কারখানা’ (গ্রিন ফ্যাক্টরি) যুক্ত হয়েছে দেশের পোশাকশিল্পে।
৩৮টি লিড সনদের মধ্যে ২২টি প্লাটিনাম, ১১টি গোল্ড এবং ৫টি সিলভার রয়েছে। গত বছর কোনো কারখানাই ন্যূনতম বা মৌলিক সনদে সীমাবদ্ধ থাকেনি। শিল্পসংশ্লিষ্টদের মতে, এটি প্রমাণ করে যে দেশের পোশাক খাত এখন শুধু পরিবেশগত নিয়ম মানার পর্যায়ে নেই, বরং সর্বোচ্চ মানের সবুজ উৎপাদনের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিজিএমইএ'র দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টিতে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৭টি গোল্ড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।
বিশ্ব যখন শিল্পায়নের পরিবেশগত খরচ নিয়ে নতুন করে হিসাব কষছে, তখন বাংলাদেশ তৈরি পোশাক খাতে দেখাচ্ছে ভিন্ন এক দৃষ্টান্ত। এই অর্জন বাংলাদেশের পোশাক খাতকে শুধু রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবেই নয়, বরং বৈশ্বিক সবুজ শিল্পায়নের নেতৃত্বের কাতারেও সুস্পষ্টভাবে তুলে ধরেছে।




Comments