Image description

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, সাতকানিয়া পুরানগড় ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও কয়েকটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নেতাকর্মীরা। কর্মসূচি শেষে মাইক্রোবাসযোগে চন্দনাইশে ফেরার পথে বাজালিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলার শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাসেম বলেন, "গাড়িতে আমার সঙ্গে ৮-৯ জন নেতাকর্মী ছিলেন। হঠাৎ আমাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুততায় আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। তবে গাড়ির কাচ ভেঙে আমাদের কয়েকজন সামান্য আহত হয়েছেন।"

ঘটনার পর পরই বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক জানান, রাত ১১টার দিকে বাজালিয়া এলাকায় এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলির বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।

মানবকণ্ঠ/ডিআর