মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণি সুপারস্টার প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। তবে এই উন্মাদনা এবার রূপ নিয়েছে চরম আতঙ্কে। ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন হলের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাস করার মতো এক নজিরবিহীন ও বিপজ্জনক ঘটনা ঘটিয়েছেন একদল ভক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বড় পর্দায় প্রভাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে হলের ভেতর দর্শকদের উল্লাস চরমে পৌঁছায়। এসময় হলের সামনের অংশে একদল অতি-উৎসাহী ভক্ত স্তূপ করা কাগজে আগুন ধরিয়ে দেন এবং সেই আগুন ঘিরে নাচতে থাকেন। পুরো হল জুড়ে তখন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় এবং প্রভাসের নামে স্লোগান চলতে থাকে। এ দৃশ্য দেখে সাধারণ দর্শকরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন।
প্রেক্ষাগৃহের মতো জনবহুল ও বদ্ধ জায়গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় জননিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সামান্য অসাবধানতায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা পদদলিত হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেটিজেনরা বলছেন, “এটি কোনোভাবেই ভালোবাসা বা সমর্থন হতে পারে না; এটি স্রেফ উন্মাদনা যা অন্যের জীবন বিপন্ন করে।”
এর আগে ছবিটির মুক্তির দিন কয়েকজন দর্শক প্রেক্ষাগৃহে কৃত্রিম কুমির (ডামি) নিয়ে প্রবেশের চেষ্টা করেও বিতর্কের জন্ম দিয়েছিলেন। তবে এত সব নেতিবাচক আলোচনার মধ্যেও বক্স অফিসে উড়ছে ‘দ্য রাজা সাব’। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৫৪.১৫ কোটি টাকা।
প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।




Comments