Image description

অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার 'ডুবাই গেস্ট হাউজ' নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে  করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার মডেল থানা পুলিশ এই অভিযান চালিয়ে তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, তাদের মধ্যে স্বামী-স্ত্রীও থাকতে পারেন।

ওসি জুয়েল মিঞা বলেন, ‘যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’